কিভাবে আপনি আপনার Google Chrome Browser এর মাধ্যমে আরেকটি কম্পিউটার কে রিমোটলি কন্ট্রোল করবেন

0

কিভাবে আপনি আপনার Google Chrome Browser এর মাধ্যমে আরেকটি কম্পিউটার কে রিমোটলি কন্ট্রোল করবেন  


আপনি সর্বপ্রথম আপনার কম্পিউটার এ Google Chrome Browser টি Install করুন। Google Chrome Install হয়ে যাওয়ার পর আপনি অ্যাপ্লিকেশান টি কে ওপেন করুন। অ্যাপ্লিকেশান টি ওপেন হয়ে যাওয়ার পর আপনি Chrome Web Store এর লিঙ্ক এ গিয়ে Search করুন Chrome Remote Connection নামক Extention টি এবং সেটিকে Add To Chrome করবেন। 



তারপর আপনি এই লিঙ্ক এ চলে যান - Chrome Remote Desktop 


তারপর আপনি আপনার পছন্দ বাছাই করুন এবং স্ক্রীন এ দেওয়া স্টেপ গুলো আনুসরন করুন


তারপর আপনি আপনার User Name ঠিক করুন।


এবং অবশেষে আপনার সুরক্ষা হিসেবে একটি কঠিন পিন নম্বর ঠিক করুন।
আপনি এখন তৈরি আপনার কম্পিউটারটিকে যেকোনো সময় যেকোনো জায়গাতে ব্যবহার করার জন্য।
:)


Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top