New IGI Game Is In Development নতুন IGI গেম তৈরি হচ্ছে

0

 নতুন IGI গেম আসতে চলেছে

Picture Source - Steam

৯০ এর দশক এর কম্পিউটার গেমারদের মধ্যে খুব জনপ্রিয় একটি গেম হলো Project I.G.I. (I'm Going In). দীর্ঘ ১৭ বছর পর এই গেমের একটি নতুন ভাগ আসছে। Project I.G.I. (I'm Going In) এই গেমের নির্মাতা অর্থাৎ (Developer) ছিলো Innerloop Studios এবং প্রকাশক অর্থাৎ (Publisher) ছিলো Eidos Interactive যা ২০০০ সনের ৮ ই ডিসেম্বর প্রকাশ পায় Microsoft Windows এর মাধ্যমে। ২০০০ সনের সময় হিসেবে এই গেমের গ্রাফিক্স দুরদান্ত থাকায় এবং এই গেমের সাউন্ড ডিজাইন অসাধারন থাকায় প্রচুর কম্পিউটার গেম প্রেমিকদের মধ্যে অসাধারন জনপ্রিয়তা অর্জন করে নেয় এই Project I.G.I (I'm Going In) গেমটি যা সম্ভব হয়ে ওঠে Innerloop Studios এর নিজস্ব গেম ইঞ্জিন এর জন্য। পরবর্তীতে এই গেমের সাফল্য এবং জনপ্রিয়তা দেখে এই গেমের দ্বিতীয় ভাগ প্রকাশ করা হয় ২০০৩ সনের ২১ এ ফেব্রুয়ারি এবং এই ভাগের নাম হয় I.G.I 2 Covert Strike যার নির্মাতা থাকে Innerloop Studios এবং প্রকাশক পরিবর্তন হয়ে যায় Codemasters। এই গেমের দ্বিতীয় ভাগটি ততটা লাভদায়ক না হওয়ায় পরবর্তী কোনো ভাগ আর প্রকাশ পায় না কিন্তু সম্প্রতি ২০১৯ সনের মার্চ মাসের ১৯ তারিখে Toadman Interactive নামক একটি কোম্পানি তাদের YouTube চ্যানেল এ প্রথম IGI: Origins নামে একটি Teaser প্রকাশ করে এবং তারপর থেকেই সমস্ত ৯০ এর দশকের গেমারদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়ে ওঠে তারপর কিছু সময় বাদে তাদের দারা আবার আরেকটি Trailer প্রকাশ করা হয় ২০১৯ সনের ৬ ই নভেম্বর মাসে। নির্মাতারা জানায় যে এই গেমটি বিগত ১৭ বছর থেকে তৈরি হচ্ছে তাদের স্টুডিওতে তারা আরও জানায় যে এই গেমটি পূর্ববর্তী Project I.G.I (I'm Going In) এর পূর্বভাগ অর্থাৎ (Prequel) মানে এই গেমের যে কাহিনি হবে তা Project I.G.I (I'm Going In) গেমের আগের কাহিনি হবে যেখানে দেখানো হবে কিভাবে এই I.G.I Organization (সংগঠন) তৈরি হয়েছিল এবং এরা কিভাবে কাজ করে। এই গেমের নায়ক অর্থাৎ (Protagonist) এর নাম Regent. এই গেমের প্রকাশ হতে চলেছে ২০২১ সনে কিন্তু কনো নির্দিষ্ট তারিখ নির্মাতাদের তরফ থেকে প্রকাশ করা হয়নি তবে আশা করা হচ্ছে ২০২১ সনের শেষের দিকে প্রকাশ পাবে তবে নির্মাতাদের তরফ থেকে এই গেমটিকে Steam এ লিস্ট করা হয়েছে আমরা নিচে সমস্ত লিঙ্ক উল্লেখ করে রাখবো Trailer সহ।

IGI: Origins Teaserhttps://youtu.be/DkyDbQ56onw

IGI: Origins Teaser Trailerhttps://youtu.be/UOh0VvNKXX0

Steamhttps://store.steampowered.com/app/1186430/IGI_Origins/ (Wishlist Now)

Toadman Interactive Twitter https://twitter.com/ToadmanInt



Visit Us Again For Latest Updates

:)




Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top